স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার এ হাসপাতালে পৌঁছান তিনি। এরপর তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষানিরীক্ষার কিছু চিকিৎসাপত্র দেয় বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, কয়েকটি পরীক্ষা করতে সময় লাগবে। সেজন্য ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে এসেছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

কোভিড মহামারীর মধ্যে এর আগেও কয়েক দফায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যান। ৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন রওনা হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘কোনো কৌশলেই’ সিটি নির্বাচনে নেই বিএনপি : ফখরুল
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের অরাজকতা দমনে প্রস্তুত থাকতে হবে..