নগরীর পাহাড়তলী থানাধীন ঈদগাঁহ কাঁচারাস্তা মোড় এলাকায় আগুনে পাঁচটি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগ্রবাদ থেকে তিনটি এবং বন্দর থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।











