বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, ‘ছাত্র–ছাত্রীদের পড়ালেখা মনোযোগী হতে হবে। কেননা একটি দেশ এগিয়ে যাওয়ার জন্য শিক্ষিত জাতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সু–শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : গত শুক্রবার অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ.জ.ম. নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কবিতা চৌধুরী, আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ, রাশেদুল আমিন, শামীম উদ্দিন এবং জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন : গতকাল বাঁশখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন। চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দিদারুল ইসলাম চৌধুরী, পুকুরিয়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়ান জান্নাত, চাঁদপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, মাওলানা ইব্রাহীম রহমানী, মাওলানা মহিউদ্দীন। বক্তব্য রাখেন মাওলানা কুতুব উদ্দীন, মাস্টার আহমদ কবির, মাস্টার নুপুর কান্তি দাশ, মাস্টার মোরশেদুল আলম চৌধুরী, ফজলুল কবির, আবদু সবুর, দাউদ মানিক প্রমুখ।
খাজা আজমেরী স্কুল : আজব খাতুন দোভাষ এডুকেশন ডিভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজব খাতুন দোভাষ এডুকেশন ডিভেলপমেন্ট ট্রাস্টের সেক্রেটারি নজরুল ইসলাম বাহাদুর, প্রধান শিক্ষক আইনুর নাহার, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জামান এবং গ্রামার স্কুলের অধ্যক্ষ মিসেস মাহমুদা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক আবদুল হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বিদায়ী সকল শিক্ষার্থী।
মজুমদারখীল উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং প্রাক্তন শিক্ষক–কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদি আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।
সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার বড়ুয়া, প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান ও নুরুল হুদা এবং প্রাক্তন অফিস সহায়ক কাজল কান্তি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শিক্ষক অলি আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল আলম, মোহাম্মদ ইউসুফ, মানিক সাহা, সরবালা দে, শিক্ষক জহির আহমদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক আনন্দ কুমার বড়ুয়া।
অদুদিয়া উচ্চ বিদ্যালয় : রাউজান প্রতিনিধি জানান, নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত ২৭ এপ্রিল বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রকৌশলী শাহাজাহান কবির মুন্না, বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম হাসান জাভেদ, আহসান হাবীব হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন চৌধুরী প্রমুখ।
নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় : বাঁশখালী উপজেলার বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও ৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দীন আহমদ চৌধুরী। শিক্ষিকা সানজিদা হাবীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. ফরহাদ উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুলী, আবুল আনছার চৌধুরী, রঞ্জন কুমার ধর, আবদুর রহিম ছানুবী, বাবুল কান্তি দে ও মুহাং হেলাল উদ্দীন প্রমুখ।












