রাঙামাটিতে ত্রিপুরা রাজ্যের লেখক ও গবেষক অরুণ দেববর্মা ও কবি বিকাশ রায় দেববর্মার আগমন উপলক্ষে চিটাগং হিল ট্র্যাক্টস রাইটার্স ইউনিয়নের আয়োজনে রাঙামাটি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
কবি মৃত্তিকা চাকমার সভাপতিত্বে ও কবি মুকুল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেখক বিপম চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটির গবেষণা কর্মকর্তা লেখক শুভ্র জ্যোতি চাকমা, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক লেখক আনন্দ জ্যোতি চাকমা, সাবেক শিক্ষিকা গৈরিকা চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ছোটগল্পকার খোকনেশ্বর ত্রিপুরা খুমুই, সাংবাদিক বিজয় ধর, কবি বিহারী চাকমা, কবি প্রগতি খীসা প্রমুখ।
সাহিত্য আড্ডায় লেখকবৃন্দ পাহাড়ের সাহিত্য চর্চার বর্তমান অবস্থা তুলে ধরেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন। নিজ নিজ মাতৃভাষাকে সমৃদ্ধ করতে লেখকবৃন্দ মাতৃভাষায় কবিতা রচনার উপর জোর দেন। এছাড়াও নিজেদের ইতিহাস–ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে লেখালেখির বিকল্প নেই বলে মত প্রকাশ করেন লেখকবৃন্দ।












