বিবিসির চেয়ারম্যানের পদত্যাগ

বরিসের ঋণ মধ্যস্থতায় অনিয়ম

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন ব্রিটেনভিত্তিক বৈশ্বিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশরে (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প। এমন অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন। খবর বাংলানিউজের।

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ প্রতিবেদন ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোর ভাষ্য, রিচার্ড শার্প শুক্রবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এতে তিনি কার্যত নিজের ওপর আসা অভিযোগ স্বীকার করেছেন। তবে তার দাবি, অনিয়মের বিষয়টি অসচেতনতাবশত হয়ে গেছে। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। তার পদত্যাগের অর্থ বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবিসির এ পদে থাকা বিভ্রান্তি ছড়াতে পারে। তাই পদত্যাগই যথাযথ সিদ্ধান্ত। বিবিসির খবরে বলা হয়েছে, বরিস জনসনের জন্য ব্যাংক ঋণের বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের অনিয়মের বিষয়টি উঠে আসে। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের এ তদন্তে নেতৃত্ব দিয়েছেন আইনজীবী অ্যাডাম হেপিনস্টল কেসি। রিচার্ড শার্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রায় ৮০ হাজার পাউন্ড ঋণ নিতে সাহায্য করেছিলেন। ঋণ মঞ্জুর হওয়ার পরপরই তিনি বিবিসির চেয়ারম্যান পদে বসেন। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি বরিস জনসন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৬
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জে এরদোয়ান, জার্মানিতে ভোট দিচ্ছেন ১৫ লাখ তুর্কি