লিটনকে নিয়ে আশাবাদী সুজন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

আইপিএলের এবারের আসরে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন লিটন দাশ। অবশ্য মোস্তাফিজ আগেও খেলেছেন। তাই লিটনের জন্য আইপিএলটা ছিল খুব বেশি উচ্ছাসের। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের কাছে প্রত্যাশা বেশি ছিল। কিন্তু সে প্রত্যাশা পুরন করতে পারছেননা লিটন। অবশ্য সুযোগও পাচ্ছেননা বাংলাদেশের এই ওপেনার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিটন। প্রথম বলেই তিনি হাঁকিয়েছিলেন বাউন্ডারি। পরে অবশ্য ফিরেন ৩ বলে ৪ রান করে। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবশ্য আশা ছিল আরও সুযোগ পাবেন বাংলাদেশি ওপেনার।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেছেন, কষ্টের একটা জায়গাতো অবশ্যই আছে। লিটন যে মানের প্লেয়ার তার খেলা উচিত। প্রথম ম্যাচটা হয়তো ওর জন্য চাপের ম্যাচ ছিল। কারন ম্যাচটি ছিল তার জন্য আইপিএলে প্রথম ম্যাচ। তারপরও আশা করেছিলাম হয়তো লিটন আরও সুযোগ পাবে। আমি জানি সুযোগ পেলে লিটন নিজেকে মেলে ধরতে পারবে। ওই মানেরই প্লেয়ার সে। সুজন বলেন বাংলাদেশী ক্রিকেটার বলেই কিনা এক ম্যাচ দেখে বাদ দেওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে বাদ পড়েছেন সেটা জানি না। অবশ্য টিম কম্বিনেশনেরও একটা ব্যাপার আছে। হয়তো লোকাল যে ছেলেটা এখন কিপিং করছে তাতে দল বাড়তি একটা বিদেশি খেলাতে পারছে। তারপরও আশা করছি যে লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে আরও মেলে ধরবে। তবে হ্যাঁ একটু তো কষ্টের জায়গা। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না।

আয়ারল্যান্ড সিরিজের জন্য লিটন কলকাতা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন পরে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন না সুজন
পরবর্তী নিবন্ধতামিমদের সঙ্গে অনুশীলনকে বড় অর্জন বললেন মৃত্যুঞ্জয়