মস্কোতে দেখানো হলো জয়ার ‘পেয়ারার সুবাস’

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫ তম আসরের মূল প্রতিযোগীতা বিভাগে স্থান পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। গত বুধবার উৎসবে চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। মস্কোর স্থানীয় সময়ে বিকেল ৪টায় দেখানো হয় এই সিনেমা প্রথম শো। সেই সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় বসবে সমাপনী আসর। আর সেই আসরে দেখানো হবে ‘পেয়ারার সুবাস’র দ্বিতীয় শো। ‘পেয়ারার সুবাস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই। খবর বাংলানিউজের।

চলচ্চিত্র উৎসবের যোগ দিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক, অভিনেতা তারেক আনাম খান ও সিনেমাটির এক্সিকিউটিভ প্রডিউসার সন্দ্বীপ শ্রীবাস্তব। রাশিয়া থেকে নিজের অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম খান বলেন, প্রিমিয়ার শোয়ের শুরুতেই মঞ্চে আমাদের তিনজনকে স্বাগত জানানো হয়। পরে আমরা দর্শকদের স্বাগত জানাই। বাংলাদেশে যে নতুন ধারার সিনেমা নির্মাণ শুরু হয়েছে, সেটা তাদের সামনে তুলে ধরি। শো শেষে সেখানকার অভিনেতা ও প্রযোজকরা দেখা করেছেন, ছবি তুলেছেন। তারা আমাদের সিনেমা দেখার ব্যাপারে বেশ আগ্রহী। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে সম্মান দিয়েছে পেয়ারার সুবাসকে, আমাদের প্রত্যেককে, তা সত্যিই খুব আন্তরিক হয়ে রইলো। সকলকে ভালোবাসা, অভিনন্দন।

পূর্ববর্তী নিবন্ধন্যান্সির গৃহকর্মী স্বামীসহ কারাগারে
পরবর্তী নিবন্ধচন্দনাইশের বরকলে নাজিম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন