বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ আলহাজ্ব শফিউল আজম শেফুর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাবুল কান্তি দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মো. আবু জাফর চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়ন সমৃদ্ধির অন্যতম নিয়ামক নারী শিক্ষা। মেয়েদের যত শিক্ষিত করে তোলা যাবে পরিবার সমাজ রাষ্ট্র ততবেশী আলোকিত হবে এগিয়ে যাবে। নবীনরা বঙ্গবন্ধুর আদর্শিক চর্চায় থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। আলোচনায় অংশ নেন দীপক কুমার চৌধুরী, শুভাশিষ দাশগুপ্ত মুনমুন, মুনমুন চক্রবর্তী, প্রিয়াংকা বিশ্বাস, মো. সেকান্দর শাহ্‌, আসিফ ইকবাল, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রাণী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় : সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে গত ২৬ এপ্রিল বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড.জহির উদ্দিন, মোস্তাক আহম্মদ আঙ্গুর। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দীন হাচান শাহী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল। বিশেষ বক্তা ছিলেন হাসান মাহমুদ, নুর হোসেন মাস্টার,এস এম সৈয়দ,আবদুল গফুর, হারুনুর রশীদ খোকা, দেলোয়ার হোসেন, আবু বক্কর আবু,অভিভাবক সদস্য মুন্সী আবদুর রব সৌরভ, সদস্য রেহেনা আকতার,আয়ুব আলী,সাইফুদ্দিন আল হেলাল প্রমুখ। প্রধান অতিথি বলেন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার বির্নিমানে তাদের ভূমিকা রাখতে হবে। শেষে প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়: পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরন্নবী, মো. সোহেল তাজ, ইসমত আরা বেগম, মাস্টার সফিকুল আলম, মাওলানা জকরিয়া, বিশ্বনাথ,লাকী চক্রবর্তী,নুরুল আলম, সাইফুল ইসলাম, তরুণ চৌধুরী, চুমকি চক্রবর্তী, আব্দুল মান্নান, আব্দুর রহমান, নিজামুল আলম,আব্দুর রহিম,মহিউদ্দিন হিরু প্রমুখ।

জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় : পটিয়া প্রতিনিধি জানান, জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমিন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ফরিদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক। বক্তব্য রাখেন আবদুস সোবহান সওদাগর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোহাম্মদ, মীর গোলাম মোস্তফা রাসেল, জয়নাল আবেদীন, শিক্ষক নুরুল করিম প্রমূখ।

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন,সাংবাদিক কল্যাণ বড়ুয়া। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ। আলোচনায় অংশ নেন মিজান বিন তাহের, সিনিয়র শিক্ষক অচিন্ত্য কুমার আচার্য্য, মোহাম্মদ ওসমান, মাহবুল আলম, সত্যজিৎ বড়ুয়া,তাহেরা বেগম, সুমিতা দেওয়ানজী প্রমুখ।

আলীপুর রহমানিয়া স্কুল : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ওসমান কবির রাসেল। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, শিক্ষানুরাগী রাকিবুল ইসলাম। বক্তব্য রাখেন ওসমান গনি, শিক্ষক আলী নুর হোসেন, আবু রায়হান চৌধুরী, একরাম হোসেন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. মেহদী হাসান তামিম।শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় বিচারপ্রার্থীকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়া হয়
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু