কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আরবি আক্তার () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কুইল্যার পাড়ায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ওই গ্রামের জাকের উল্লাহর মেয়ে আরবি আক্তার গোসল করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাচ্ছুম শিশুটি মৃত বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধতিন দিন পর আহত একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস আজ