আনোয়ারায় ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার ৩৫ টি স্কুল ও মাদ্রাসার ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। জন শুমারি কার্যক্রমে ব্যবহৃত এসব ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমর রঞ্জণ বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, ইউপি চেয়ারম্যান এম..কাইয়ুম শাহ প্রমুখ। প্রধান অতিথি বলেন,বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। যে দেশ যত বেশি প্রযুক্তিতে উন্নত সেই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। সরকার দেশকে প্রযুক্তি নির্ভর করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ট্যাব বিতরণ এই উদ্যোগেরই অংশ। যেসব শিক্ষার্থী ট্যাব উপহার পেয়েছেন তারা ভালভাবে তার সদ্ব্যবহার করবেন। এসব ট্যাব ব্যবহারের ভাল মন্দ দুই দিকই রয়েছে। এজন্য শিক্ষক অভিভাবকদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের চার লেখককে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননা
পরবর্তী নিবন্ধএলিটের তত্ত্বাবধানে কৃষকের ধান কেটে দিল যুবলীগ