চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:১৩ অপরাহ্ণ

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

এর আগে সকালে নগরীর বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

এদিকে, ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখান থেকেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, “কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। কেন্দ্র থেকে ফলাফল আসা মাত্রই ঘোষণা করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবা‌নের রুমায় অর্ধগলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে লোহাগাড়ার হাজতির মৃত্যু