চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এ উপ-নির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।
দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এ উপ-নির্বাচনে প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতে এ উপ-নির্বাচনে তেমন কোনো উত্তাপও নেই।
সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বাইরে অবস্থান করছেন। তবে ভেতরে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।
নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৯ হাজার। যেখানে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২টি।
এর স্কুল ভবনে ১০৬ নম্বর কেন্দ্রটি নারীদের। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩২০ জন।
বেলা সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন কুমার দে বলেন, ওই সময় পর্যন্ত কেন্দ্রের ১০টি বুথে মোট ভোট পড়েছে ১০টি। যার মধ্যে দুইটি বুথে কোনো ভোটই পড়েনি।
একই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ভবনে ১০৫ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১৯৩ জন। যেখানে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৩৯টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার জয়ন্ত চন্দ্র ভৌমিক।
সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের ১০৮ নম্বর কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২৩টি। যেখানে সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আরিফুজ্জামান।
এদিকে, পাঁচলাইশের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি কেন্দ্রের (পুরাতন ভবন) একটি ১৭৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান জানান, বেলা ১০টা পর্যন্ত সাতটি বুথে ভোট পড়েছে ২৪টি।
১৭৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দিদারুল মাওলা জানান, তার কেন্দ্রের সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৫টি।
বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এজেন্টদের দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। এজেন্টদের অনেকেই বারান্দায় ঘোরাঘুরি ও গল্প করে সময় কাটাচ্ছিলেন।