ইরান, রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানরা মঙ্গলবার মস্কোয় আলোচনা করেছেন। আঙ্কারা ও মস্কো বলেছে, গঠনমূলক আলোচনা হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধের সময়টিতে সিরিয়া ও তুরস্কের কয়েক বছরের শত্রুতার অবসান ঘটিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় এ আলোচনা হয়। খবর বিডিনিউজের।