চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত জাপানি মহাকাশযান

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বের মাত্র তিনটি দেশ চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করে সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদে প্রথমবারের মতো মহাকাশযানের অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে এশিয়ার উন্নত দেশ জাপান। অবতরণের আগেই চাঁদের পৃষ্ঠের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে দেশটির বেসরকারি এ মহাকাশযান। খবর বাংলানিউজের।

চাঁদে অবতরণ করা সফল দেশগুলো হলো রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। ভারত ২০১৬ সালে চাঁদে একটি মহাকাশযান অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। এর আগে ২০১৯ সালে ইসরায়েলি মহাকাশযান চাঁদের পৃষ্ঠের আঘাতে ধ্বংস হয়।

জাপানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের পাঠানো মনুষ্যবিহীন এ যানটি ঠিকভাবে চাঁদে অবতরণ করতে পারেনি। এটি মঙ্গলবার রাতে চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল। কিন্তু হাকুতোআর নামে ওই ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এটি চাঁদের পৃষ্ঠে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে আসলেই কী ঘটেছে তা জানতে সবকিছু পরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা।

পূর্ববর্তী নিবন্ধভারতে তৈরি আরেকটি কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
পরবর্তী নিবন্ধকর্মীকে ১৫শ কোটির ২২তলা বাড়ি উপহার!