নগরীতে লবণাক্ততা মুক্ত নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসা ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, থানা ও ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ।
এর আগে মহানগরীতে নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন প্রাঙ্গণে মানববন্ধন চলাকালীন সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, তিনমাস যাবত ক্ষতিকর লবণাক্ত পানি জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। নিরাপদ খাবার পানির জন্য মানুষ সংকটে রয়েছে। তাই সবার জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার জন্য করার আহ্বান রইল। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, নগরীতে বেশ কিছু এলাকায় ওয়াসার পানি সরবরাহ হ্রাস পেয়েছে ও একই সাথে সরবরাহ করা পানিতে অতি মাত্রায় লবণাক্ততা দেখা যাচ্ছে। ওয়াসা অনতিবিলম্বে এ সমস্যার সমাধানে ব্যর্থ হলে চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন, জসিমউদদীন চৌধুরী, আকরাম হোসেন, এম. মনসুর আলম, মাসুদ খান, কে এম শহীদুল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন –ইমতিয়াজ শাওন, তসলিম খাঁ, কুসুম আকতার, হানিফ হোসেন রনি, অ্যাডভোকেট আসাদুজ্জামান, গোলাম রসুল মান্নান, আকতার হোসেন, সৈয়দ মাহবুবুল আলম, রাশেদুল ইসলাম ইমন, অপু ধর রাজু, আবদুল কাদের প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে চট্টগ্রাম ওয়াসা ভবনে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ওয়াসা সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।