বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন স্বপ্নচাষীতে ব্যতিক্রমী ঈদ উৎসব সম্পন্ন হয়েছে। স্বপ্নচাষীর পৃষ্ঠপোষক এম এ সবুরের সভাপতিত্বে ও মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নোমান উল্লাহ বাহার। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন শিল্পোদ্যোক্তা ও লায়ন মোহাম্মদ ইমরান। প্রধান বক্তা ছিলেন মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মিনহাজ উল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, সাংবাদিক সুজিত কুমার দাশ, সাংবাদিক আবসার মাহফুজ, প্রফেসর রেজাউল করিম, মুহাম্মদ মুসা খান, ফয়সাল মুন, সাম্মা নিগার, শিক্ষক মো. মোজাম্মেল, মুহাম্মদ হোসেন বাবু, মিনহাজ উল কুরআন, মুহাম্মদ আলী রেজা, মিনহাজ উল কুরআন অধ্যক্ষ মাওলানা আইয়ুব কাদেরী, মিনহাজুল আবেদীন জোনায়েদ, মো. ইমরান হোসেন, জিল্লুর রহমান শাকিল, মণিকা রাণী ধর, তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ঈদের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে পারস্পরিক সাহায্য সহযোগিতা সম্প্রসারণ প্রয়োজন।
লায়ন মোহাম্মদ ইমরান বলেন, পিছিয়ে পড়া জনপদের মানুষকে চলমান উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্তকরণে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ওব্যাটের সহযোগিতায় ১০০টি ছিন্নমূল পরিবারকে খাদ্য সামগ্রী, মিনহাজুল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২৫০ মানুষের জন্য দেশীয় ফল এবং স্বপ্নচাষী ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বস্ত্র প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।