ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকায় নিজ বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন পৌরবাজারের ব্যবসায়ী আবুল হোসেন ডিলার (৫৭)। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর নিজ বাড়ি ৯নং মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত মোটরসাইকেল খুব জোরে ধাক্কা দিয়ে চলে যায়।
এসময় এলাকাবাসী ও স্বজনরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। সকাল ১১টায় নিজবাড়ির সামনে নামাজে জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন প্রমুখ।