বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক বলেছেন, সারাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের যে আনন্দ তা সরকার কেড়ে নিয়েছে। ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ–সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি, সাথী উদয় কুসুম বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক–ই–আজম, জাকির হোসেন চেয়ারম্যান, একরাম হোসেন চৌধুরী সেলিম, মনসুর চৌধুরী, এস এম ইসমাইল বাবুল, মোহাম্মদ হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, মোহাম্মদ জাফর, সৈয়দ সরওয়ার, সেলিম উদ্দিন তালুকদার, সাইফুল আজম মানিক, হারুন–অর–রশিদ, মোহাম্মদ ইদ্রিস কোম্পানী, গাজী মোহাম্মদ তৈয়ব, নেজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর কোম্পানী, খোরশেদ আলম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ জাকির হোসেন, কবির হোসেন, কপিল উদ্দিন চৌধুরী, ইয়ার মোহাম্মদ বাচা, মিনু আরা বেগম। বক্তব্য রাখছেন শাহজাহান খাঁন, আনোয়ার হোসেন আনু, আব্দুল মাবুদ শিমুল, নুরউদ্দিন খাঁন, মোহাম্মদ আবুল হাসেম, ফোরকান হোসেন সুমন, সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ টিকলু তালুকদার, মোহাম্মদ রফিক, শফিউল আজম চৌধুরী, এস এম রাশেদুল আলম, রায়হান উদ্দিন, মোহাম্মদ হোসাইন, জিয়াউদ্দিন মিজান, কে এম মিনহাজ মাছুম বাবু, শাহনেওয়াজ জাহান মুন্না, চৌধুরী মোহাম্মদ জামাল, আবু মুনসুর চৌধুরী, নিজাম উদ্দিন তুহিন, জুবাইদুল আলম জুয়েল, সাজ্জাদ হোসেন জনি, আবদুল মজিদ, নুরুন্নবী সাকিব, ইয়ামান মজুমদার, নুরুল হুদা হৃদয়, জি.এম হাসিবুল করিম রাফি, হাসনাইন খান মুন্না, মেহেরাজ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।