অনুরণন

নূরজাহান শিল্পী | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কার্নিশে পড়া আলোর মতো

নিঃসঙ্গতা আঁকড়ে বেঁচে থাকা

স্বপ্ন আর সত্যের সন্ধিতে

অনন্ত আকাশ থমকে রাখা

ইচ্ছের আকাশে যখন বিষাদবিলাস,

হৃদবলয়ে অসীম শূন্যতা নিয়ে

জীবনের অভিলাষ।

শত আলোকবর্ষ দূরে

তোমার আঙ্গুলের স্পর্শ তখন

নৈকট্যের পরশ আঁকে

ছুঁয়েছে যে প্রেমের মন

আঁধারের আব্রুতে জ্বলে তারার ক্ষণ

কোনও এক মায়াভোরে

আমি মন সমুদ্র সাঁতরে বেড়াই

প্রতিশ্রুতির প্রতিচ্ছবিতে

জীবন্ত তুমি অনুরণনে যদি খুঁজে পাই।

পূর্ববর্তী নিবন্ধঅপু কে
পরবর্তী নিবন্ধকৃত্রিম মেধা, আধুনিক বিজ্ঞান ও তোতা পাখি