অন্তনকাল ছিলাম প্রতিক্ষায়
প্রশান্ত জলা শয়ের আশায়।
আশা হত অন্তরে আলোর
দীপ্ত শিখা জ্বেলে যাই।
প্রশান্ত জলাশয় দেখনি কখনো
অশান্ত জলাশয়ে কাটছি সাঁতার এখনো।
জ্বলন্ত অগ্নিগিরি লাভা ছড়ায়,
জীবন প্রদীপ নিভু নিভু প্রায়।
কেনো? এত যন্ত্রণা
দুয়ারে এসে দাঁড়ায়।