বেগবতী বায়ু হও
দেবে বলো কে বাধা?
জটিল সময় যায় না বোঝা
কে যে কৃষ্ণ কে রাধা?
আমি বুঝি বায়ু সব
যতো পারো নেবে কম।
মনে মনে করো জব
ঘরে বন্দী হলো দম।
কোথায় এখন চঞ্চল মন
যেথায় রাখো সেথায় চুপ।
আদেশ খোঁজে অনুক্ষণ
সোজা উঠে অগ্নি ধূপ।
বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ