যে জীবন জলের, জেলের
ফিরে পেতে শ্বাস, আশ্বাস
নাভিশ্বাস ভুলে কিছু আরো ক্ষণ
কলের কালের পিচ পিষ্ট মন
ফিরে ঘিরে আসে,
রক্তে রক্ত মিশে
হালের জালের সর্বনাশে
সে জীবন মাসুল, নাগরিক বর্গাচাষে।
ধান ক্ষোভে, চিটা লোভে,
নীলে ভাসে বুক,
স্বপ্ন দাদন, গুমরে কান্দন,
কেনা আধ–খাওয়া সুখ।