লামায় ৫১ রোহিঙ্গা আটক

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লামায় ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার দুপুুরে উপজেলার লামাফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোস্টে বাস ও জিপে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

সূত্র জানায়, আলীকদম থেকে যাত্রীবাহী একটি বাস যোগে ২১ জন রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও জিপ যোগে ৩০ জন রোহিঙ্গা চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেক পোস্টে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাস ও জিপে তল্লাশি চালিয়ে ৫১ জন রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গারা জানান, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে তারা দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন।

রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আটকদের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধখরা কাটার ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার?
পরবর্তী নিবন্ধলামায় ৩৬ পরিবারকে ভূমি বন্দোবস্তি দেয়ার আশ্বাস