মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম জাহেদা আক্তার (৪০)। তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের প্রবাসী ফকির আহম্মদের স্ত্রী। এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায়। গতকাল বুধবার ভোর ৬টায় ঢাকা–চট্টগ্রাম রেল লাইনের বারইয়ারহাট গেট সংলগ্ন কমফোর্ট হাসপাতালের পেছনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কমফোর্ট হাসপাতালের পেছনে রেল লাইনে চট্টগ্রামগামী ঢাকা মেইলে কাটা পড়েন জাহেদা। পরে খবর পেয়ে তার স্বজনরা এসে লাশ নিয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে থানার উপ–পরিদর্শক খোরশেদ আলম বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ–খবর নিয়ে দেখছেন।