উখিয়া সীমান্তে আইসের সবচেয়ে বড় চালান জব্দ

২১ কেজি ৯০ গ্রাম ওজনের এ মাদকের মূল্য ৬৩ কোটি টাকা, আটক ৩

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে ঢোকার সময় কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ল ২১ কেজি ৯০ গ্রাম ওজনের আইস বা ক্রিস্টাল মেথ এর এ যাবতকালের সর্ববৃহৎ চালান। এসময় তিন মাদক পাচারকারীকেও হাতেনাতে আটক করে বিজিবি। গতকাল বুধবার ভোরে উখিয়ার বালুখালী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন।

আটককৃতদের মধ্যে বুজুরুজ মিয়া (৩৮) নামের একজন মাদক পাচারকারী গডফাদার রয়েছেন বলে দাবি আইনশৃক্সখলা বাহিনীর। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এ ঘটনায় আটক তার অন্য দুই সহযোগী হল বালুখালী গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৩) ও পালংখালীর আবুল মন্ডলের পুত্র ছৈয়দুল বশর (৪০)

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় ছয় থেকে সাত জনকে থামার সংকেত দেয়া হয়। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলা হয় এবং তাদের কাছে থাকা দুইটি বস্তা থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ কোটি টাকা। এটিই এ যাবতকালের সর্ববৃহৎ আইসের চালান উদ্ধারের ঘটনা বলে আমরা জানতে পেরেছি। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, এই আইসের চালানটির গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প। এরপর সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চালানে ছড়িয়ে দেওয়া হতো দেশের অন্যান্য প্রান্তে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মিয়ানমার সীমান্ত পিলারের (বিপি২০) বাংলাদেশের অভ্যন্তরে ৯০০ গজের মধ্যে এ অভিযান চালানো হয়।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশে চোরাপথে আইস বা ক্রিস্টাল মেথের মতো ভয়ানক মাদকের আগ্রাসন শুরু হয়েছে। আইস থেকে ইয়াবাও তৈরি করা যায় বলে জানান বিশেষজ্ঞরা। তাদের মতে, ইয়াবায় এমফিটামিন থাকে শতকরা পাঁচ ভাগ, আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের এনসিটি জেটিতে বিদেশি জাহাজের ধাক্কা
পরবর্তী নিবন্ধখুলশীতে ভবনের সানশেডে গৃহকর্মীর রক্তাক্ত লাশ