চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২২–২৩ এ অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় রেজিস্ট্রেশন (শুধুমাত্র নতুন খেলোয়াড়) আগামী ২৬ এপ্রিল হতে প্রতিদিন বিকাল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত সিজেকেএস ক্রিকেট কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম–৮ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ২৭ এপ্রিল খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। অফিস চলাকালীন সময়ে সিজেকেএস কার্যালয় হতে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ পূর্বক অংশগ্রহণকারী দলসমূহকে উপরে বর্ণিত সময়ে নিজ নিজ দলের নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।