মেঘ দিদি

মেহুল পাল (৩২,২১৮) | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

প্রতিদিন দুপুর বেলা

আকাশ জুড়ে মেঘের খেলা,

বিকেল হতেই বৃষ্টি নামে

খেলার সময় শেষে থামে।

এমন হলে বন্ধ খেলা

দুপুরটা যায় অলস বেলা,

মেঘ দিদি একটু শোনো

খেলার সময় নেমো না যেন।

খেলা শেষে দাও বৃষ্টি

তুমি মোদের দিদি যে মিষ্টি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন
পরবর্তী নিবন্ধপৃথিবী-বিখ্যাত সিল্ক রুট