সাঁতার কাটতে গিয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

পেকুয়ায় ঈদের ছুটিতে বাড়ীতে এসে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পাবনা মেরিন একাডেমির এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়া এলাকার বহদ্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিয়াসাদ ফয়সাল (২০) একই এলাকার বিএনপি নেতা মোহাম্মদ ফয়সাল চৌধুরীর ২য় সন্তান।

পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রিয়াসাদ। দুপুরে নিজ বাড়ির পুকুরে সাঁতার কাটতে নামে সে। প্রথমে লাইফ জ্যাকেট পড়ে পুকুরে নামলেও পরে লাইফ জ্যাকেট খুলে সাঁতার কাটার চেষ্টা করে সে। এ সময় পুকুরের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায়। পরে রিয়াসাদের পিতা পুকুরে নেমে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রিয়াসাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের সাথে নিষ্ঠা ফাউন্ডেশনের ঈদ আনন্দ উদযাপন
পরবর্তী নিবন্ধঈদের আনন্দ আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে