চকবাজারে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব রহমান। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় চকবাজার থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাকিব ঢাকার একটি দৈনিকে কর্মরত। তিনি দৈনিক আজাদীকে বলেন, ঈদে আমাদের কর্মস্থলে কাটাতে হয়েছে। ঈদ শেষে ছুটিতে ঢাকার কর্মস্থল থেকে চট্টগ্রামের বাসায় আসছিলাম। বাস থেকে জিইসি মোড় নেমে রিকশায় চকবাজার আসি। পরে হেঁটে খালপাড় হয়ে মদিনা আবাসিকের বাসায় যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হই। এসময় ছিনতাইকারীরা আমার ফোন ছিনিয়ে নিতে চাইলে বাধা দেই। তখন দুই ছিনতাইকারী আমার হাতে ও পিঠে ছুরিকাঘাত করে ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে বাসার লোকজন আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করি।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্তসহ তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে জনগণের আমানতের সুরক্ষায় প্রাণপণ ভূমিকা রাখব
পরবর্তী নিবন্ধশৌচাগারে গায়ে কেরোসিন ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু