বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাযহারুল ইসলাম টুনু (৭৫) গত রোববার সকালে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি চট্টগ্রাম মহানগরের মনসুরাবাদ আব্দুস সাত্তার মিয়া বাড়ির মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল বাকির প্রথম পুত্র। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতিনাতনি ভাই বোনসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ঐদিন বাদ মাগরিব মনসুরাবাদ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তার আগে পুলিশের চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।