জব্বারের বলীখেলা

অপু চৌধুরী | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

তপ্ত রোদের ভিড় মাড়িয়ে লালদিঘির ওই পাড়ে

বোশেখমেলার পসরা সাজায় বণিক সারে সারে।

বাঁশের বাঁশি ভুভুজেলার ভীষণ বেতাল সুরে

কী হট্টগোল যায় লেগে যায় লোকের সমুদ্দুরে!

মুড়ি মুড়কি চাউল জিলাপির সুবাস ওড়ে নাকে

মাটির পোড়া রঙিন হাড়ি হাত উঁচিয়ে ডাকে।

তাল পাতাতে বুনন সিপাই তিড়িংবিড়িং নাচে

দস্যিরা সব ভূত পেত্নীর মুখোশ পরে আছে।

নাগরদোলার ঢুলান দোলে চরকি ঘুরে হাওয়ায়

বলী খেলার তাক বসেছে জব্বর মিয়ার দাওয়ায়।

কী বেসামাল লোকারণ্য বীর বলীদের ঘিরে

হাত তালি দেয় তাজ তুলে দেয় বিজিত শিরে।

গ্রীষ্মকালীন রসাল ফলের ধুম পড়েছে মেলায়

বাকিতরমুজ’ আমলিচুজাম ভরাট বলী খেলায়।

ফুলের ঝাড়ু নানান কারু পাগলা মোষের দই

কিনতে যাবো দেখতে যাবো আছিস তোরা কই!

পূর্ববর্তী নিবন্ধসবার একটা কমফোর্ট জোন থাকা চাই
পরবর্তী নিবন্ধগাছ লাগাই পরিবেশ বাঁচাই