শিকলবাহায় রাস্তা নিয়ে বিরোধে মা-ছেলে নিহত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৫ এপ্রিল, ২০২৩ at ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের শিকলবাহা এলাকায় বাড়ির পাশের রাস্তার বিরোধে দুই প্রতিবেশীর সংঘর্ষে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন হোসনে আরা বেগম (৫০) ও তার ছেলে মো. পারভেজ (৩০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল হোসনে আরার পরিবারের। তা নিয়ে ঘটে এই সংঘাত। রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগছে এ অজুহাতে হোসনে আরার পরিবার রাস্তায় গাড়ি চলাচল না করার জন্য পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি তোলে। এ নিয়ে গত ৫ এপ্রিল একবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। বিষয়টি নিয়ে হোসনে আরা থানায় একটি মামলাও করেছিলেন।”

মামলার পর আসামীরা আদালত থেকে জামিন নিয়েছিল জানিয়ে ওসি দুলাল মাহমুদ বলেন, “আজ সন্ধ্যায় পুনরায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে হোসনে আরাসহ কয়েকজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।”

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, হোসনে আরার আরও দুই ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, আরেক পর্যটক নিখোঁজ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত