চট্টগ্রাম–৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ গতকাল বৃহস্পতিবার বিকালে বিসিক শিল্প এলাকা ও চান্দগাঁও ৫ নং ওয়ার্ডের মোহরা, সেন্ট্রাল মোহরা, হামিদচর, পাঠানপাড়া, সরলিয়া পাড়া, উত্তর মোহরা, পশ্চিম মোহরা, চৌধুরী বিল ও চর রাঙ্গামাটিয়া এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা‘আত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ ড. আল্লামা ইসমাঈল নোমানী, প্রধান নির্বাচনী সমন্বয়ক এম. সোলায়মান ফরিদ, প্রচার সচিব আবুল হোসেন, মহানগর নির্বাচনী সচিব নাছির উদ্দিন মাহমুদ, উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক ইয়াছিন হায়দরী, আলী শাহ নেচারী, রাঙ্গুনিয়া সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, আহলে সুন্নাতের কেন্দ্রীয় অর্থ সচিব এড. মোখতার আহমদ সিদ্দিকী, মাওলানা মহিউদ্দীন, ৫ নং ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মহিউদ্দীন, ৪ নং ওয়ার্ডের জামাল উদ্দীন খোকন, বেলাল আলমদার, এস এম নিজাম উদ্দীন, মাওলানা নোমান, মাওলানা ইমরান প্রমুখ।
এ সময় অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, জনগণ অতীত অভিজ্ঞতায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে কিছু লোক উঠে পড়ে লেগেছে। ইতোপূর্বে বেশিরভাগ মানুষ ভোট দিতে না পারার কথা বলেছে। কিন্তু সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের ভূমিকা এখনও পর্যাপ্ত নয়। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এ উপনির্বাচনের উপর ভিত্তি করে আগামী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সরকার ও ইসির যথাযথ সিদ্ধান্ত নেওয়ার এটাই সর্বশেষ সুযোগ। প্রেস বিজ্ঞপ্তি।











