মলম পার্টির খপ্পরে পড়েছেন মো. শফি উল্লাহ নামে বন্দরের এক কর্মচারী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অলংকার মোড় থেকে তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পাহাড়তলী থানাধীন অলংকার পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক মো. সাহেদ।
তিনি জানান, উপস্থিত লোকজন খবর দিলে মো. শফি উল্লাহ নামে বন্দরের এক কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওনার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জেনেছি তিনি বন্দরের চাকরিজীবী। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে– লোকটি মলম পার্টির খপ্পরে পড়েছেন।












