অপূর্ব গরিমায় শাওয়ালের বাঁকা চাঁদ

মারজিয়া খানম সিদ্দিকা | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:২৪ পূর্বাহ্ণ

একটি একটি করে সিয়ামের মাস

রমজানের দিন শেষ হয়ে এলো,

সকলে পশ্চিমের ঐ দিগন্তে

এক ফালি নতুন চাঁদে চোখ রাখি চলো।

আহা! কী খুশির আবহ!

বহু দিনের প্রতিক্ষা

এ চাঁদের কী অনাবিল প্রশান্তি!

অফুরান মায়ার কী অসীম ক্ষমতা!

সৌহার্দ্যে ভ্রাতৃত্বে করে সে

চারপাশ মহান, বলীয়ান!

কাতারে কাতারে এক হয়ে দাঁড়ায়

ধনী গরীব, ছোট বড়, যুবা বুড়ো যতো মুসলিম,

একে অপরের কোলাকুলিতে মাতোয়ারা

আলিঙ্গনাবদ্ধ হয়ে আনন্দ ভাগ করে নেয় তারা।

সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে

সুখাবহ ছড়িয়ে সকলের তরে,

সেমাই ফিরনী দাওয়াত রইল

সকলের ঘরে।

তপ্ত দাহের লু হাওয়াকে অগ্রাহ্য করে

শহরে বন্দরে নগরে

আল্লাহ যেন আমাদের শান্তি দেন,

চিরসুখী করেন চিরতরে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মোদাব্বের : শিশুসাহিত্যিক ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধঈদ হোক সুন্দর