তাদের খেয়াল– খুশীর অনুসরণ করোনা নিজের নিকট আগত সত্যকে ত্যাগ করে। আমি তোমাদের সবার জন্য এক একটা শরীয়ত (বিধান) এবং পথ রেখেছি।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪৮) মা–ইদাহ।
দ্রুত দান কর, কারণ উহাতে বিপদ আসে না।
– আল–হাদিস (আহমাদ)
যার মাথার ওপর ছাদ আছে, তার শান্তি আছে।
– জন ওয়েন।