ঈদের পর দিন থেকেই টেকনাফ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। কেয়ারি ক্রুজ এন্ড ডাইন এবং কেয়ারি সিন্দাবাদ নামের জাহাজ দুটো এই রুটে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলাচল অব্যাহত রাখবে।
কক্সবাজার সি–ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, এবারের ঈদের ছুটিতে পর্যটকদের বাড়তি আনন্দ যোগ করবে সেন্টমার্টিন ভ্রমণ। রমজানের আগে পর্যটক কমে যাওয়ায় এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। চলতি মাস জুড়েই টেকনাফ সেন্টমার্টিন জলপথে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও রয়েছে।
টেকনাফ সেন্টমার্টিন জলপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের খবরে এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের আগমন শেষ পর্যন্ত আশানুরূপ হয়ে ওঠতে পারে বলে মনে করেন বাংলাদেশ ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার হোটেল–মোটেল–গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।
হোটেল মালিকরা জানান, প্রতিবছর দুই ঈদ এবং থার্টিফার্স্টের ছুটিতে কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক পর্যটকের আগমন ঘটে। এ সময় হোটেল–মোটেলে শতভাগ রুম বুকিং থাকে। বর্তমানে কক্সবাজার শহরের ৫ শতাধিক আবাসিক হোটেল ও কটেজে প্রায় দেড় লাখ পর্যটকের রাতযাপনের সুবিধা রয়েছে। সেই তুলনায় এবারের ঈদে খুব কম রুমই বুকিং হয়েছে।