লোহাগাড়ার পুটিবিলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় নজির আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত আড়াইটার দিকে ইউনিয়নের পূর্ব পহর চান্দা আশ্রয়ণ প্রকল্পের পাশে ধুইল্যা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। অভিযুক্ত নজির আহমদ একই এলাকার আবু শ্যামার পূত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ধুইল্যা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।