ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৪৯ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজান শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে বক্তারা দুস্থদের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ইন্টার্ন ডাক্তার : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ইন্টার্ন ডাক্তারদের আয়োজিত মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল গত ১৮ এপ্রিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন১২ (আইডিএ ১২) এর সভাপতি ডা. সাখাওয়াত জামান আদরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ডা. তন্ময় ধর, ডা. জিহান উদ্দীন, ডা. কাজী একরাম ইলাহী হৃদয়, ডা. মাইশা বিনতে রশিদ প্রমুখ। কলেজের ১ম থেকে ১৭তম ব্যাচের বর্তমানপ্রাক্তন প্রায় ৩০০ শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।

ডা. ইশতিয়াক হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. শেইখ উল আলম। পরবর্তীতে আইডিএ ১২এর সাধারণ সম্পাদক ডা. তন্ময় ধর স্বাগত বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য দেন ডা. শাখাওয়াত জামান আদর।

রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মচারী : জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে গতকাল বুধবার ঈদ উপহার বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও খাবার।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের পরিচালক কে এফ রহমান ও যুব সদস্যবৃন্দ।

সেন্ট মেরীস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী : সেন্ট মেরীস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল গত মঙ্গলবার চিটাগং ক্লাবের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আলসগীর (ছুট্টু), স্থপতি আশিক ইমরান,কায়েস চৌধুরী প্রমুখ। এছাড়া ও আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শান সাহেদ, প্রিতম দাশ, নাইমুর রহমান প্রিন্স ও ইশতিয়াক চৌধুরী।

বন্দর এলাকা : রমজান উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদের উদ্যোগে বন্দর এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান তানজীব আহসান জিবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, সাবেক ছাত্রলীগ নেতা আসিফুর রহমান মুন্না, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল ওহাব, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের যুগ্মসম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, আমিনুল করিম বাবু, মো. রাশেদ, বিশ্বজিৎ দেব, বাদশাহ মিয়া, সাইফুল হাসান সরকার, ফজলুর রহমান,আতিকুর রহমান বিপ্লব, মামুনুর রহমান রঞ্জু, মাসুদুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফররুখ আহমেদ পাবেল, আবুল মনসুর টিটু, মো. কবির আহমেদ, মিলন দাশ, নাসির উদ্দিন শাওন, আমির হামজা মামুন প্রমুখ।

চাট্‌গাঁইয়্যা নওজোয়ান : সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাট্‌গাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে গত রোববার নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চসিক মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। সম্মানিত অতিথি ছিলেন সাবেক মহিলা কমিশনার এ্যাডভোকেট রেহেনা বেগম রানু, বাংলাদেশ জুয়েলারি সমিতির ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি মনোজ সেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যাবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি কাজি রবিউল ইসলাম, সংগীত শিল্পী ইকবাল হায়দার, সংগীত শিল্পী মুন্না ফারুক, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, গীতিকার ও সুরকার ইকবাল মাহমুদ, সংগঠনের সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন, লায়ন এম এ মুছা বাবলু, সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হায়দার রাজিন প্রমুখ।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পূর্বকত্যারা দীঘির পাড় এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা এম. নুরুল হুদা চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লালখান বাজার মহল্লা পরিষদ : লালখান বাজার মহল্লা পরিষদের উদ্যোগে গতকাল বিকালে লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফ গ্রহণকারী মুসল্লিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহল্লা পরিষদের সভাপতি সফিকুল আলম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জি.এম. ফারুক, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম পাটোয়ারী, সদস্য সলিমুল্লাহ প্রমুখ।

কুমিরা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। গতকাল দুপুরে কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, পরিষদের সচিব শোভন ভৌমিক, ইউপি সদস্য হারুনুর রশিদ, খুরশিদ আলম, জসিম উদ্দিন, মো. আলাউদ্দিন, খোরশেদ আলম, মো. জামাল উদ্দিন প্রমুখ।

আবুল কাশেম মাস্টার ফাউন্ডশন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ বি এম আবুল কাসেম মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, এটি পৌরসভা এবং নগরীর ৯ নং পাহাড়তলী ও ১০ নং উত্তর কাট্টলি (আংশিক) এলাকার ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সৈয়দপুর, বারৈয়াঢালা ও সীতাকুণ্ড পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ।

পশ্চিম গুজরা : রাউজান প্রতিনিধি জানান, উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ তার এলাকার দেড় হাজার দুস্থ পরিবারে ঈদের উপহার হিসাবে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা দিয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে সারা দিন তিনি নিজের বাড়ি থেকে এলাকার মানুষের মাঝে ঈদের এই উপহার বিলি করেন। এর আগে তিনি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে নতুন কাপড় ও চাল বিতরণ করেন। গতকাল চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিক, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।

স্মাইল বাংলাদেশ : বিশ্ব এতিম দিবস উপলক্ষে স্মাইল বাংলাদেশের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে শতাধিক এতিমখানার শিশুদের নিয়ে ইফতার মাহফিলের ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্মাইল বাংলাদেশ সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সঞ্চালনায় ও সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম ডেপুটি গর্ভনর আমিনুল হক বাবু, এমএসকে ফাউন্ডেশন চেয়ারম্যান এম সোলাইমান কাশিমী, স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয়, আরমান, হৃদয়, হাকিম, জাবেদ, সাহির আবির, প্রেয়সী, নিছা প্রমুখ।

গাউসিয়া কমিটি মিয়াখান নগর : গাউসিয়া কমিটি বাংলাদেশ মিয়াখান নগর ইউনিট আয়োজিত গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান মিয়াখান নগর ইউনিট গাউসিয়া কমিটির সভাপতি সাইদুল আজম খান মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার স্থানীয় খান বাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মনির উদ্দীন সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সহসভাপতি ও বাকলিয়া থানা গাউসিয়া কমিটির সহসভাপতি মুহাম্মদ নুরুল আক্তার, মহানগর গাউসিয়া কমিটির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ হামিদ, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রেজাউল হোসাইন জসিম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড গাউসিয়া কমিটির উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ খান, জামাল আহমদ খান, মুহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ সিরাজ খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওমানে নিহত রাকিব ও সাইফুল, একজনের মরদেহ আরেকজনের বাড়িতে
পরবর্তী নিবন্ধবিশ্বে সবচেয়ে বেশি বাল্যবধূ দক্ষিণ এশিয়ায় : ইউনিসেফ