চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে (স্থানীয় সময়) নগরীর চ্যাংফেং হাসপাতালের আবাসিক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সিসিটিভি বলেছে, দুর্ভাগ্যজনকভাবে বিকাল ৬টার মধ্যে ২৯ জন লোকের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ জন রোগী। হাসপাতালটি থেকে ৭১ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। খবর বিডিনিউজের।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আধ ঘণ্টার মধ্যেই আাগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরো কয়েক ডজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে লোকজনকে বিছানার চাদর গিট দিয়ে দড়ির মতো বানিয়ে সেগুলো বেয়ে নেমে আসার চেষ্টা করতে দেখা গেছে।
অন্য ভিডিওতে হাসপাতালটির জানালাগুলো দিয়ে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। সিএনএন জানিয়েছে, অনেক লোকজনকে হাসপাতাল ভবনের বাইরে স্থাপন করা এয়ারকন্ডিশন ইউনিটগুলোতে বসে থাকতে বা সেগুলো ব্যবহার করে নিচের দিকে নামার চেষ্টা করতে দেখা গেছে। এক ব্যক্তিকে ভবনের একটি তলা থেকে নিচের ধাপগুলোর দিকে লাফ দিতে দেখা গেছে। ভবনের বাইরে যাদের দেখা গেছে তারা সবাই আগুন থেকে বাঁচতে পেরেছেন কিনা তা পরিষ্কার হয়নি। এটি কয়েক বছরের মধ্যে বেইজিংয়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এর আগে ২০১৭ সালে বেইজিংয়ের ডাক্সিং এলাকায় দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।