৭৮ কোটি ডলারে মানহানি মামলায় আপস রফা ফক্স নিউজের

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে প্রতিবেদনের জেরে ভোটিং মেশিন কোম্পানি ডমিনিয়নের করা মানহানি মামলায় ক্ষতিপূরণ দিয়ে আপস রফা করল ফক্স নিউজ। আদালতে শেষ মুহূর্তের নিষ্পত্তিতে ডমিনিয়নের দাবি করা ১৬০ কোটি ডলারের প্রায় অর্ধেক ৭৮ দশমিক ৭৫ কোটি ডলার দিতে সম্মত হয়েছে মার্কিন এই মিডিয়া জায়ান্ট। খবর বিডিনিউজের।

ডমিনিয়নের দাবি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট কারচুপির ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করেছিল ফক্স, তাতে কোম্পানির ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছিল। ওই অভিযোগে পরবর্তীতে ফক্স নিউজের বিরুদ্ধে ১৬০ কোটি ডলারের মানহানির মামলা করে ডমিনিয়ন কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, ক্ষতিপূরণের চুক্তিতে মামলা নিষ্পত্তি হওয়ায় ফক্স নিউজের মালিক রুপার্ট মারডক বা কোম্পানির নির্বাহীদের আর কাঠগড়ায় দাঁঁড়াতে না। আর আপস হওয়ায় এ মামলা এখন আর বিচারেও যাবে না।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলি খেলা নিয়ে নতুন গান
পরবর্তী নিবন্ধচীনকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত