হাটহাজারীর ফরহাদাবাদস্থ সমাজসেবা কমপ্লেঙে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (সেফ হোম) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গতকাল বুধবার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সেফ হোমের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। জেলা প্রশাসকের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ঈদ উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান, সহকারি কমিশনার ও স্টাফ অফিসার টু ডিসি প্লাবন কুমার বিশ্বাস, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত আলম। পরে ৩০০ জন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী, মেহেদী, আতর ও টুপি বিতরণ করেন জেলা প্রশাসক। প্রেস বিজ্ঞপ্তি।