দীর্ঘ পথ শেষ করে সন্ধ্যার অপরূপ রক্তচ্ছটায় মিশে
গেলাম তোমায় বিদায় দিতে
তুমি পেছন ফিরে রইলে,একবারও তাকালে না!
বললাম আসছি, কোনো উত্তর দিলে না!
পাষাণের মতো তোমার চোখ ছিলো সামনের দিকে
এবার বললাম যাচ্ছি, চুপ রইলে!
কথার কোনো ইঙ্গিত না পেয়ে ফিরে এলাম.
মন ভেঙে গেলো!
সারারাত ঘুম হলো না, অঝোরে অশ্রু ঝরালো দুচোখ!
মনে হলো, কথার বোধহয় কোনো অবশিষ্টই রইলো না!
জানতাম তুমি চলে যাবে;
তাই বিদায় জানাতে গিয়ে অকারণে!
সকালে আমায় অবাক করে দিলে!
খোলা জানালার পর্দার ফাঁক দিয়ে দেখা দিলে নতুন রূপে
নিস্তেজ মনটা খুশিতে আবার ভরে গেলো!
এতোদিন পর ভাবনায় এলো
বছর ঘুরে আসবে নতুন সাজে
তুমি থাকবে চিরনতুন, চিরসবুজ, চিরযৌবনা
আমি বৃদ্ধা হবো,
আমার চুল পেকে যাবে…
চামড়া কুঁচকে ঝুলে যাবে
চেহারা বিবর্ণ হবে ঝরা পাতার মতো
একদিন আমিই শেষবেলায় পৃথিবী থেকে চিরবিদায় নেব।
তুমি থাকবে চিরন্তন অবিনশ্বর।