রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল তিনটি লার্নিং সেন্টার ও ৩২ বসতঘর

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে তিনটি লার্নিং সেন্টার ও ৩২টি বসতঘর। এর মধ্যে দুইটি স্থানীয় বাসিন্দার বাড়িও রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

রোহিঙ্গা মাঝি আজিম উল্লাহ জানান, রাতে ক্যাম্পের একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এ৫ ব্লকের ৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কেউ কোনো কিছু বাড়ি থেকে বের করতে পারেনি। এছাড়া আগুনের তাপে পাশের আরও ১২টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার ঘটনা শুনে যে যার যার মত করে পানি, বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে এনজিও সংস্থা আইওএম থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের ৩০টি ঘর, স্থানীয় ফাতেমা খাতুন ও জরিনা খাতুনের দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। তিনি জানান, রোহিঙ্গাদের ঘর পুড়ার পাশাপাশি এলাকার স্থানীয়দের দুইটি বাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে।

এদিকে পুড়ে যাওয়া ঘরগুলো শনাক্ত করে এনজিও সংস্থা আইওএম তাদের শেল্টারের ব্যবস্থা করার পাশাপাশি ডব্লিউ এফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) তাদের খাদ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধসেই তিমির মৃত্যুর কারণ আঘাত নাকি আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচলতি তাপপ্রবাহকে ‘উদ্বেগজনক’ বলছেন আবহাওয়াবিদরা