জিপিএইচ ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত লিমিটেড ও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে গত ১৭ এপ্রিল একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, জিপিএইচ ইস্পাতের কর্মকর্তা এবং তাদের পরিবার হাসপাতালে ভর্তি, পরামর্শ, পরীক্ষা, অ্যাম্বুলেন্স, ডায়াগনস্টিক এবং অন্যান্য পরিষেবাসহ অগ্রাধিকার পরিষেবা পাবেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম থেকে। চুক্তিতে জিপিএইচ ইস্পাতের চিফ কর্পোরেট রিলেশন অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দিন এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং স্বাক্ষর করেন। এসময় এভারকেয়ার হসপিটালস চট্টগ্রামের হেড অব কর্পোরেট মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ, সহকারী ব্যবস্থাপক কর্পোরেট এফেয়ার্স রঞ্জন কুমার এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অতনু গুপ্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শোভন মাহবুব শাহাবুদ্দিন বলেন, জিপিএইচ ইস্পাত কর্মীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গলের প্রতি সর্বোচ্চ জোর দিয়ে থাকেন। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং বলেন, এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের মেডিক্যাল প্রফেশনালদের দ্বারা পরিচালিত। এ হাসপাতাল জিপিএইচ ইস্পাতের কর্মকর্তাদের প্রায়োরিটি সার্ভিস নিশ্চিত করবে, গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে চট্টগ্রামে ইতিবাচকভাবে সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৯ প্রতিষ্ঠানকে ৪২ লাখ টাকা অনুদান দিল জেলা পরিষদ
পরবর্তী নিবন্ধনির্যাতন চালিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না