চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভোটকেন্দ্রে আমরা ভোটারের উপস্থিতি নিশ্চিত করে প্রমাণ করতে হবে নির্বাচন একটি শুদ্ধতম ব্যবস্থাপনা। আমি অন্তত সিংহভাগ ভোটারের উপস্থিতি চাই। চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপ–নির্বাচন যেন একটি মডেল হয়ে দাঁড়াতে পারে সেটাকে প্রমাণ করা আমাদের দলীয় নেতাকর্মীদের একটি রাজনৈতিক দায়বদ্ধতা। তিনি গতকাল বিকেলে বোয়ালখালীস্থ চরণদ্বীপ সুলতান মোস্তফা মাদ্রাসা গেইট থেকে গণসংযোগ শুরু হওয়ার প্রচারাভিযানে একথা বলেন। তিনি চট্টগ্রাম–৮ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদকে বিজয়ী করার জন্যে নেতা–কর্মীদের সক্রিয়ভাবে নির্বাচন প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
গণসংযোগে চট্টগ্রাম–৮ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, আপনারা আমাকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সফর আলী, তিমির বরণ চৌধুরী, বোয়ালখালী থানা আওয়ামী লীগের সভাপতি আমিনুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, জহিরুল ইসলাম জহুর, এস.এম. সেলিম, আব্দুর রব, শওকত ওসমান জাহাঙ্গীর, শামীম আরা বেগম, মোঃ ঈসা প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।