বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয়, মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ যা চাইবে, সেভাবে সংবিধান সংশোধন করতে হবে। দেশের মানুষ সংবিধানের পরিবর্তন চায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে চায়। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল সোমবার রেলওয়ে অফিসার্স ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষ খেতে পারছেনা, প্রচণ্ড গরমে বিদ্যুুতের ভয়াবহ লোডশেডিংয়ের ফলে ঘরে থাকতে পারছে না। অথচ সরকার নিয়মিত আরব্য উপন্যাসের কল্পকাহিনীর মত উন্নয়নের গল্প শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছিল।
কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মনজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু বক্বর সিদ্দিকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ.ম জামাল উদ্দীন, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম, শ্রমিক মনোয়ারা বেগম, কামাল উদ্দিন, জহিরুল হক, জিয়াউর রহমান, মিজানুর রহমান, ইফতেখার মেহেদী, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।