জনসংখ্যার বিচারে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় নগরীর মর্যাদা এতদিন ছিল সিডনির। দেশটির সবচেয়ে জনবহুল নগরী ছিল এটি। কিন্তু উনিশ শতকে গোল্ড রাশের পর এই প্রথম অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জনবহুল নগরীর মর্যাদা দখল করে নিয়েছে মেলবোর্ন। সীমানা নতুন করে নির্ধারণের পর ১০০ বছরেরও বেশি সময় ধরে রাখা শিরোপা হারাতে হল সিডনিকে।
বিবিসি জানায়, মেলবোর্নের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মেলটন এলাকাকে এই নগরীর সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে নগরীটির সীমানা বেড়ে গিয়ে সিডনিকে ছাড়িয়ে গেছে।
সবশেষ সরকারি হিসাবে দেখা গেছে, ২০২১ সালের জুন থেকে মেলবোর্নের জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭৫ হাজার ৪০০ জনে, যা সিডনির চেয়ে ১৮ হাজার ৭০০ জন বেশি। কিন্তু এই পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহরগুলোকে বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো। খবর বিডিনিউজের।
নগরীর জনসংখ্যা গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহুরে এলাকাগুলোকে বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো। ১০ হাজারের বেশি জনসংখ্যা সম্বলিত সব শহুরে এলাকাকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
্লঅস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকসের জনসংখ্যাবিদ অ্যান্ড্রু হাউ স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, সর্বশেষ ওই শ্রেণিকরণে মেলটন এলাকাকে মেলবোর্নের সঙ্গে একীভূত করার ফলে এ নগরীর জনসংখ্যা সিডনিকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২১ সালের জুনে সিডনিতে মেলবোর্নের চেয়ে বেশি জনসংখ্যা ছিল।