ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তার এবারের মৌলিক গানটির শিরোনাম ‘সাদা কালা ঢেউ’। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ এবং অভি আকাশের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। সমপ্রতি গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি–সিরিজ–এর মিউজিক ইউটিউব চ্যানেলে কিশোর পলাশের নতুন গানটি কিছুদিনের মধ্যেই অবমুক্ত হবে। একইসঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে। নতুন গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, প্রতি ঈদসহ নানা উৎসবেই আমার গান প্রকাশ হয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। ঈদ আয়োজন ঘিরে নতুন এই গানটি করা হয়েছে। আশা করি, দর্শক–শ্রোতারা এই গানটি বেশ ভালোভাবে উপভোগ করবেন।