চন্দনাইশ এর ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম বন্ধে ব্যবস্থা চাই

| মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ভূমি অফিস মূলত তিনটি, যা উপজেলা ভূমি অফিসের অধীনে, প্রতিদিন ভূমি সংক্রান্ত নানা জটিলতায় মানুষ ইউনিয়ন ভূমি অফিসে তহশীলদারের শরণাপন্ন হন, তার মধ্যে অন্যতম নামজারী সংক্রান্ত প্রতিবেদন বা প্রস্তাবপত্র এবং ভূমির সন সন খাজনা আদায়।

সাধারণ মানুষের জমি সংক্রান্ত নামজারী আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি অফিস এই প্রতিবেদন প্রদান করেন, এই প্রতিবেদন ছাড়া নামজারী অনুমোদন হয় না। মূলত এই প্রতিবেদন দেওয়াকে ঘিরেই চলে দুর্নীতি, একশ্রেণির তহশীলদার সেবাপ্রার্থীদের জিম্মি করে কাল্পনিক জটিলতা দেখিয়ে সাধারণ মানুষের নিকট অর্থদাবী করে, কেউ দিতে অপারগ হলে তার প্রতিবেদন আটকে রাখে নইতো ভুল প্রতিবেদন দিয়ে নামজারী খারিজ করিয়ে দেয়। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চন্দনাইশের জোয়ারা তহশীল অফিস, এই অফিসে টাকা ছাড়া কোনো প্রতিবেদন মিলে না।

এসব অনিয়ম, দুর্নীতি বন্ধে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সাইফুল আলম

জোয়ারা, চন্দনাইশ, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধহেমেন্দ্রকুমার রায়: শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধগাছ লাগান, তাপমাত্রা কমবে!